ভিন্ন সমিকরণে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন!

0
315
ভিন্ন সমিকরণে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন!

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৫ জন, বিএনপির একজন ও সতন্ত্র প্রার্থী রয়েছেন দুইজন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মনোনয়ন যাচাই-বাচাইয়ে বাদ পড়েছেন আওয়ামী লীগের অন্যতম হেভিওয়েট প্রার্থী আতাউর রহমান মাসুক। তবে এটি স্থায়ী নয়। জেলা প্রশাসকের কাছে আপিল করে আবারও তার প্রার্থীতা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় ভোটার ও সচেতন মহল মনে করছেন এবারের শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচন হবে অন্যরকম এক অভিজ্ঞতা। সরকারি দল আওয়ামী লীগের প্রার্থীদের দাপটে জেলার অন্যান্য পৌরসভায় বিএনপির প্রার্থীরা কাবু হলেও শায়েস্তাগঞ্জের সমিকরণ ভিন্ন। আওয়ামী লীগের ৫ প্রার্থীর ভিড়ে বিএনপির প্রার্থী একক। শুধু তাই নয়, এখানে বিএনপির প্রার্থী ফরিদ আহমেদ অলীর রয়েছে তুমুল জনপ্রিয়তা। শুধু বিএনপি পরিবারই নয়, আওয়ামী লীগ পরিবার থেকেও ভোট আনার ক্ষমতা রাখেন তিনি। অন্যদিকে, বিদ্রোহীর চাপে চিড়েচ্যাপ্টা আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাসুদউজ্জামান মাসুকের চোখে সরষেফুল। তবে জনপ্রিয়তার দিকে খুব একটা পিছিয়ে নেই তিনি। শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিনবারের কাউন্সিলর হওয়ায় বেশ জনপ্রিয়তা রয়েছে তার। পৌরবাসী বলছেন, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় জনপ্রিয়তার চেয়ে এখানে মার্কাই বেশি প্রাধান্য পাবে। সে ক্ষেত্রে আওয়ামী লীগের দলীয় ভোট ৫ প্রার্থী ভাগ-বাটোয়ারা করে নিলেও বিএনপির প্রার্থী ফরিদ আহমেদ অলি (এফএম অলি) পাবেন একচাটিয়া। তবে স্বতন্ত্র দুই প্রার্থী সারোয়ার আলম ও ইমদাদুল ইসলাম শীতলকে নিয়ে নেই তেমন আলোচনা। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাসুদউজ্জামান মাসুকের সাথে মূলত ‘গৃহযুদ্ধ’ হবে বর্তমান মেয়র মো. ছালেক মিয়ার। ভোটের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি ছাড় দেয়ার চিন্তা আপাততো নেই কারও মাথায়।

এছাড়া আতাউর রহমান মাসুকও তাদের লড়াইয়ে ৩য় পক্ষ হিসেবে আঘাত করার সম্ভাবনা প্রবল। তবে বাকি দুই প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজল উদ্দিন তালুকদার ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু তেমন প্রভাব না ফেললেও ক্ষতির পরিসংখ্যান বাড়িয়ে দেবেনে আওয়ামী লীগ প্রার্থীর। আওয়ামী লীগের প্রার্থী জটের সম্ভাবনা আগেই জানা ছিল বিএনপি নেতাকর্মীদের। যে কারণে জয়ের লক্ষ্যে পূর্ব পরিকল্পনা মোতাবেক শক্তিশালি একক প্রার্থী ঠিক করে রেখেছে দলটি। যে কারণে আওয়ামী লীগের দূর্গে বেশ শক্তিশালি আঘাতই করবে বিএনপি। দীর্ঘদিনের দখলে থাকা পৌরসভাকে আবারও নিজেদেব হাতে ফিরে পাওয়ার আশায় বেশ কৌশলী রয়েছে তারা।

জেলা আওয়ামী লীগের একটি বিশ্বস্থ্য সূত্র জানিয়েছে, শায়েস্তাগঞ্জ পৌরসভায় নিজেদের প্রার্থীকের জয়ি করতে বেশ জোড়ালো পদক্ষেপ হাতে নিয়েছে আওয়ামী লীগ। ইতোমধ্যে বিদ্রোহী ৪ প্রার্থীর মধ্যে সমন্বয়ের চেষ্টা চালানো হচ্ছে। তবে শেষ পর্যন্ত কতটা সফল হবেন সেটাই দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here