করোনায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ ৩৯ মৃত্যু

0
331
দুই মাসের মধ্যে সর্বোচ্চ ৩৯ মৃত্যু

খবর৭১ঃ দেশে বেড়েছে করোনা মহামারিতে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩৯ জন, যা প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২১ সেপ্টেম্বর ৪০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দৈনিক মৃত্যুর সংখ্যা কমতে কমতে ১৪ জনে এসেও নামে।

মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ৩৯ জনের মৃত্যু নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২৫৪ জনে।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গত কয়েকদিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যাও বেড়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ২ হাজার ২১২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৫ লাখ ৭২ হাজার ৯৫২টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

করোনায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ১০জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২৪ জন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে তিনজন, বরিশালে ‍দুজন, সিলেটে দুজন এবং রংপুর বিভাগে পাঁচজন রয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here