চিপস-ঝালমুড়ির প্যাকেটে ৯ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ২

0
372

খবর৭১ঃ
কক্সবাজার শহরে চিপস ও ঝালমুড়ির প্যাকেটে করে অভিনব পাচারকালে ৯ হাজার ২৩৯ পিস ইয়াবা উদ্ধার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। এ সময় রাশেদুল কবির ও মো. হাসান নামে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।

রোববার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের হলিমোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাশেদুল কবির ও মো. হাসান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।

জেলা ডিবি পুলিশের এসআই মোল্লা জুয়েল আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিপস ও ঝালমুড়ির প্যাকেটে করে অভিনব কৌশলে ইয়াবাপাচারের খবর পেয়ে অভিযানে নামে ডিবি পুলিশ।

এ সময় একটি অটোবাইকে সরবরাহকালে ছদ্মবেশ ধরে আনা ইয়াবাবাহী ঝালমুড়ি ও চিপস চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়। আটকদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বহনকারী চিপস-ঝালমুড়ির প্যাকেটের থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ঘটনাস্থলেই জনসম্মুখে গণনা করে পাওয়া যায় ৯ হাজার ২৩৯ পিস ইয়াবা।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনে মামলা করে তাদের থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here