করোনা মহামারীর কারণে বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা ব্রিটিশ সেনাপ্রধানের

0
299
করোনা মহামারীর কারণে বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা ব্রিটিশ সেনাপ্রধানের

খবর৭১ঃ চলমান অনিশ্চয়তা এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল নিক কার্টার। স্কাই নিউজ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জেনারেল নিক কার্টার।

ব্রিটেনের সেনা প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অতীতে অর্থনৈতিক সংকট নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি করেছে এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকটের ফলে আবার এ ধরনের ব্যাপকভিত্তিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, আমরা বর্তমানে এমন একটি বিশ্ব বসবাস করছি যেখানে অনেক বেশি অনিশ্চয়তা এবং উদ্বেগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা একটি বাস্তবতা তবে প্রকৃত ঝুঁকি হচ্ছে অনেক আঞ্চলিক সংঘাত স্বাভাবিক হিসাব-নিকাশকে ছাড়িয়ে যেতে পারে।

সরাসরি আরেকটি বিশ্বযুদ্ধের কথা বলছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি বলছি এটি একটি ঝুঁকি এবং আমাদেরকে সেই ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here