নিউজিল্যান্ডে অর্থনৈতিক মন্দার রেকর্ড

0
341
নিউজিল্যান্ডে অর্থনৈতিক মন্দার রেকর্ড

খবর৭১ঃ
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড়ো অর্থনৈতিক মন্দায় নিউজিল্যান্ড। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড়ো অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার নিউজিল্যান্ড সরকারের পরিসংখ্যান বিষয়ক দফতরের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা কঠোর লকডাউনের কারণে নিউজিল্যান্ড এমন অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছে বলে দাবি করছেন বিশ্লেষকরা। যদিও করোনার সংক্রমণ রোধে নিউজিল্যান্ডের এই কঠোর লকডাউন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। নিউজিল্যান্ড সরকারের পরিসংখ্যান বিষয়ক দফতরের প্রতিবেদনে অনুযায়ী, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১২ ২ শতাংশ সঙ্কুচিত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৮৭ সালের পর এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড়ো অর্থনৈতিক মন্দা।

এদিকে নিউজিল্যান্ড সরকার আশা করছে খুব দ্রুত তারা এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here