জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার অঙ্গ সংগঠন যুব জাগপা কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু বলেছেন, বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে নেমে দলীয় স্লোগান দেয়। সীমান্তে পাখির মত মানুষ হত্যা করে ভারত বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক পাঠাতে চায়। দেশের মানুষ যখন শোকাচ্ছন অবস্থায় আছে তখন আওয়ামী লীগের রাজপথের নাটক আর হিন্দুস্তানের সহানুভূতির নাটক মঞ্চস্থ হয়। নাটক করবেন না, দেশের মানুষ আওয়ামী হিন্দুস্তানী নাটক আর মেনে নিবে না।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৪তম দিন আজ ২৪ জুলাই লক্ষ্মীপুর প্রেসক্লাব, উত্তর তেমুহনী, বাগবাড়ী উপজেলা পরিষদ, কোর্ট বিল্ডিং এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।
জাগপা নেতৃবৃন্দ বলেন, লড়াই শেষ হয় নাই। অগাস্ট মাসের ৫ তারিখ প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। চুড়ান্ত বিজয় অর্জন করতে হবে। প্রয়োজনে বাংলার বুকে আবারো জুলাই-আগস্ট ফেরত আনতে হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ এবং ভারতের আধিপত্যবাদ চিরতরে নিশ্চিহ্ন করার আগে পর্যন্ত আমাদের লড়াই চলবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন যুব জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক মোল্লা, লক্ষীপুর জেলা জাগপা সাধারণ সম্পাদক আলী মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, জেলা জাগপা নেতা মোঃ ফারুক হোসেন, হোসাইন আহমেদ, শাকিব হোসেন, মোঃ ইব্রাহিম, মোঃ হেঞ্জু, মোঃ বেলাল হোসেন, মোঃ খলিল, মোঃ লিটন, মোঃ সোহাগ প্রমূখ।