যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দুই লাখ ছাড়াল

0
376
করোনা

খবর৭১ঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের করোনার ভয়ঙ্কর প্রভাব পড়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সব দেশের চেয়ে অনেক এগিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেশ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ লাখ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৯৭ হাজার। সুস্থ হয়েছেন ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ১৮ হাজার ৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৯১ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৩ লাখ ৮৪ হাজার ২৯৯ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৩৩ হাজার ২০৭ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here