শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

0
380
শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

খবর৭১ঃ

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উত্তরবঙ্গের অন্যতম জনপদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নদনদী থেকে পনি কমলেও জেগে উঠতে শুরু করেছে বন্যার ক্ষত। মহামারি করোনা ভাইরাসে যখন পর্যদস্তু মানুষ তার মধ্যেই ভয়াবহ আতঙ্ক হয়ে দেখা দিয়েছে বন্যা।

একদিকে করোনা অপরদিকে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে রীতিমত সংসার চালাতে হিমসিম খাাচ্ছে নিম্ন আয়ের মানুষ। এমনই এক ভয়াবহ সময়ে দুস্থ ও বন্যার্ত মানুষের মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে হাজির হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুরস্থ নুরজাহান ভবনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার আয়োজনে ও শাহজাদপুর উপজেলা পরিষেবা সাবেকরভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদের সঞ্চালনায় দুস্থ ও বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, এ্যাডভোকেট মোস্তফা কামাল, সিরাজগঞ্জ পৌরসভার প্যানের মেয়র মোঃ হেলাল উদ্দিন, বেলকুচি পৌরসভার মেয়র আশানূর বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক প্রমুখ। উপহার সামগ্রী বিতরণ শেষে অতিথিবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here