গার্মেন্টস-পশুর হাট এলাকায় শুক্রবার ব্যাংক খোলা

0
337
২৫ জুলাই শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ

খবর৭১ঃ গার্মেন্টস ও কোরবানি পশুরহাট এলাকার ব্যাংক শাখাগুলো শুক্রবার (৩১ জুলাই) খোলা থাকবে। মঙ্গলবার (২৮ জুলাই) ও সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন থেকে এই সংক্রান্ত দু’টি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

গার্মেন্টস সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তফসিলি ব্যাংকের গার্মেন্টস এলাকার শাখাগুলো নিরাপত্তা নিশ্চিত করে ৩১ জুলাই (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখতে হবে। ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থাও খোলা থাকবে।
তবে, উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেওয়া যাবে না। এমন চেক পাওয়া গেলেও তা প্রত্যাখ্যান করতে বলা হয়েছে।

পশুর হাট এলাকা সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোরবানির ঈদের আগের দিন (৩১ জুলাই) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পশুর হাটসংশ্লিষ্ট এলাকার নিকটবর্তী শাখার স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here