স্স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আমিনুলকে অব্যাহতি

0
336
২৩ আগস্টের মধ্যে লাইসেন্স নবায়ন না হলে বন্ধ করা হবে বেসরকারি হাসপাতালঃ স্বাস্থ্য অধিদপ্তর

খবএ৭১ঃ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. আমিনুল হাসানকে অব্যাহতি দেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে। বুধবার মন্ত্রণাল‌য়ের একটি সূত্র বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা গেছে, করোনাভাইরাসের টেস্ট জালিয়াতির অভিযোগে সিলগালা করা রিজেন্ট হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছিলেন তিনি।

এর আগে, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের তুমুল সমালোচনার মধ্যে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ। মঙ্গলবার সন্ধ্যার পর জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর বুধবার স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জনপ্রশাসনে গৃহীত হলে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে নিয়োগ সম্পন্ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here