অর্থ আত্মসাতে সাহেদের বিরুদ্ধে মামলা করবে দুদক

0
305
রিজেন্ট সাহেদের প্রতারণার তথ্য জানাতে র‌্যাবের হটলাইন
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ এনআরবি ব্যাংকের এক কোটি ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ চারজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন।

জানা গেছে, সাহেদের সঙ্গে রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম খলিল, এনআরবি ব্যাংকের কর্পোরেট হেড অফিসের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান ও ব্যাংকটির ভাইস প্র্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদকেও আসামি করা হবে।

জানা গেছে, সম্ভাব্য আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এনআরবি ব্যাংক থেকে ঋণ নিয়ে ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সুদসহ এক কোটি ৫১ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে দুদকের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here