ভারতে একদিনে ৩২ হাজারের বেশি শনাক্ত

0
564
ভারতে একদিনে ৩২ হাজারের বেশি শনাক্ত

খবর৭১ঃ
ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই আক্রান্তে নতুন নতুন রেকর্ড করছে দেশটি।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে করোনাভাইরাস দেশটিতে সংক্রমণের নতুন রেকর্ড করেছে। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৯৫ জন মানুষের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৯ লাখ ৬৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া একদিনে ৬০৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। ফলে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ হাজার ৯১৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ভারতে প্রায় ৬ লাখ এক হাজার করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ নিয়ে টানা দ্বিতীয় দিন একদিনের মধ্যে সংক্রমণের নতুন রেকর্ড করেছে ভারত। বলা হচ্ছে, এই প্রথমবার ২৪ ঘণ্টায় ৩০ হাজারের বেশি মানুষের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এর আগে বুধবার ২৯ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছিল।

খুব স্বাভাবিকভাবেই বাড়ছে করোনা পরীক্ষায় রোগীর হার। বুধবার যেখানে ৯ দশমিক ১৯ শতাংশ মানুষ করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছিলেন, বৃহস্পতিবার সেখানে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশে।

খবরে বলা হয়েছে, প্রায় ১৩০ কোটি মানুষের দেশে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২৭ লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। একজন ব্যক্তির করোনা থেকে পুরোপুরি সেরে ওঠার মধ্যে তার আরও বেশ কয়েকবার পরীক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here