দক্ষিণ আফ্রিকায় গির্জায় হামলা, নিহত ৫

0
367
দক্ষিণ আফ্রিকায় গির্জায় হামলা, নিহত ৫

খবর৭১ঃ আধিপত্য বিস্তার নিয়ে দক্ষিণ আফ্রিকায় একটি গির্জায় হামলার ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। শনিবার দেশটির রাজধানী জোহানেসবার্গের অদূরে গুটেং প্রদেশে এ হামলা হয়। গির্জাটির দখল ও নেতৃত্ব নিয়ে বিবাদের জেরে এ হামলা চালানো হয় বলে বিবিসি জানিয়েছে।

শনিবার সকালে হামলার পর গির্জার ভেতর থেকে নারী, শিশু ও পুরুষদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ জনকে আটক এবং বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া হামলা সংশ্লিষ্ট রাইফেল, শটগান ও হ্যান্ডগানসহ ৪০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ২০১৬ সালে ইন্টারন্যাশনাল পেন্টিকোস্টাল হলিনেস চার্চের প্রাক্তন নেতার মৃত্যুর পর এর নেতৃত্ব নিয়ে লড়াই শুরু হয়। ২০১৮ সালে এর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছিল।

এর আগের বছর গির্জার অর্থখাতে দুর্নীতির অভিযোগ করে বলা হয়েছিল, তহবিল থেকে ৬৫ লাখ মার্কিন ডলার উধাও হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকায় এই গির্জার ৩০ লাখ সদস্য রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here