করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু

0
301
করোনাভাইরাসে একদিনে আরও ৩২ জনের মৃত্যু

খবর৭১ঃ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে নিয়ে দেশে মোট হাজার ৯৬ জন কোভিড রোগী মারা গেলেনএই সময়ে হাজার ২০১ জন শনাক্ত হয়েছেন। নিয়ে দেশে মোট শনাক্ত হলেন লাখ ৬৫ হাজার ৬১৮ জনগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন হাজার ৫২৪ জন এবং মোট সুস্থ ৭৬ হাজার ১৪৯ জন

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষা করে হাজার ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত লাখ ৬৫ হাজার ৬১৮ জনগত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৩ জন নারী ১১ জন। নিয়ে মোট মারা গেলেন হাজার ৯৬ জন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৬৫৭ আর নারী ১৪৯ জন নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন হাজার ৫২৪ জন। পর্যন্ত সুস্থ ৭৬ হাজার ৬২৫ জনশনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৮৯ শতাংশ মৃত্যুর হার দশমিক ২৭ শতাংশ

তিনি আরও জানান, বয়স বিভাজনে ২১৩০ বছরের মধ্যে একজন, ৩১৪০ বছরের মধ্যে জন, ৪১৫০ বছরের মধ্যে জন, ৫১৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১৭০ বছরের মধ্যে ১৫ জন এবং ৭১৮০ বছরের মধ্যে জন ৮১৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন

নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে জন, সিলেটে জন, খুলনায় জন, রংপুরে জন, বরিশালে জন এবং ময়মনসিংহে জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩৫ জন বাড়িতে জন মারা গেছেন

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড১৯ রোগীশনাক্ত হন মার্চ এবং রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here