করোনা চিকিৎসায় লবণ পানির কার্যকারিতা নিয়ে গবেষণা

0
330
করোনা চিকিৎসায় লবণ পানির কার্যকারিতা নিয়ে গবেষণা

খবর৭১ঃ সারা বিশ্বে করোনার প্রকোপ চলছে। ভাইরাসটির টিকা পেতে নিত্য নতুন গবেষণা চলছে। একের পর এক টিকার পরীক্ষা চালানো হচ্ছে। এবার যুক্তরাজ্যের এডিনবার্গের একদল গবেষক করেনাভাইরাসের চিকিৎসায় লবণ-পানি ব্যবহার কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখতে যাচ্ছেন।

এর আগে গবেষণায় দেখা গেছে, ঘরোয়া তৈরি লবণ-গোলা পানি সাধারণ সর্দি-জ্বরের লক্ষণ কমাতে পারে। যারা লবণ-পানি দিয়ে গার্গল করেন এবং নাক পরিষ্কার করেন – তাদের কাশি কম হয়। তাদের কফ জমার সমস্যাও কম হওয়ার পাশাপাশি সেরেও ওঠেন তাড়াতাড়ি।

বিবিসির প্রতিবদেনে বলা হয়েছে, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অনুসন্ধান করে দেখছেন যে, এই লবণ-পানি কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সহায়ক হয় কি-না।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের আশার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আজিজ শেখ বলছেন, আমরা কোভিড-১৯ আক্রান্তদের ওপর লবণ-পানির চিকিৎসা প্রয়োগ করে দেখব। আমরা আশা করছি যে, এটা এই সংক্রমণের বিস্তার ও তীব্রতা কমাতে কার্যকর হবে।

তিনি বলেন, এর জন্য লবণ, পানি ও কিছু পদ্ধতি বোঝার প্রয়োজন হয়। সুতরাং এটি যদি কার্যকর হিসেবে পাওয়া যায়, তবে সহজ, সাশ্রয়ী ও ব্যাপকভাবে বাস্তবায়ন করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here