সৈয়দপুরে খ্যাতিমান শিক্ষক ও সমাজসেবক আব্দুস সালামের ইন্তেকাল

0
430
সৈয়দপুরে খ্যাতিমান শিক্ষক ও সমাজসেবক আব্দুস সালামের ইন্তেকাল

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি :

সৈয়দপুরের জনপ্রিয় শিক্ষক
সালাম স্যার হিসেবে পরিচিত সমাজসেবক আলহাজ্ব আব্দুস সালাম (৭২) আর নেই। তিনি আজ শুক্রবার সকাল ৯টায় শহরের হাতিখানা এলাকার লায়ন্স স্কুল এন্ড কলেজ সংলগ্ন নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ — রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, জামাতা,নাতি নাতনীসহ অসংখ্যক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। আজ শুক্রবার জুম্মার নামাজের পর শহরের হাতিখানা ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজ ও দাফনে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আত্মীয়স্বজন,বন্ধু বান্ধব, এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষজন অংশ নেন। এদিকে শিক্ষক আব্দুস সালামের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।তাঁকে শেষবারের মত একনজর দেখতে সর্বস্তরের
মানুষজন মরহুমের বাসভবনে ভীড় জমান। এসময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

এদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন,পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আজগার আলী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।

প্রসঙ্গতঃ মরহুম আলহাজ্ব আব্দুস সালাম জীবদ্দশায় সেনাবহিনীতে চাকুরী ছাড়াও বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের একাউন্টেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসাসহ সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে মৃত্যুর আগ পর্যন্ত অসুস্থ্য অবস্থাতেও সমাজসেবায় নিয়োজিত ছিলেন। শিক্ষক পরিবার হিসেবে পরিচিত মরহুম আব্দুস সালাম ছিলেন বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সালমা খাতুনের স্বামী ও রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহানা বিলকিছ কেয়া ( মুন্নী) ও সৈয়দপুর
বিজনেস ম্যানেজমেট কলেজের শিক্ষক শাহানা তানিম নিম্মী’র পিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here