শেরপুরে কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানো বন্ধ ঘোষনা জেলা প্রশাসনের

0
507
শেরপুরের নকলায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু
ছবিঃ শেরপুর থেকে আবু হানিফ।

শেরপুর থেকে আবু হানিফ:
করোনা ভাইরাস প্রতিরোধ এবং সতর্ক থাকতে ও করোনা যাতে না ছড়াতে পারে এ জন্য শেরপুর জেলা প্রশাসন নানামুখী উদ্যোগ গ্রহন করেছে। এরই অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শেরপুর জেলার সকল কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানোর ওপরও আগামী ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।

কোন অবস্থাতেই এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের বাড়ীর বাইরে না যাওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের বাড়ীর বাইরে পেলে তাকে বাড়ী পৌছে দেয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানান। কোচিং সেন্টারের মালিকরাও প্রশাসনের নির্দেশ ও নজরদারীর কারণে কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানো বন্ধ রেখেছেন।

এ আদেশ কেউ না মানলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে জানালেন জেলা শিক্ষা অফিসার মোকছেদুর রহমান। জেলা প্রশাসক আনার কলি মাহবুব জানান, আমরা সার্বিক দিক বিবেচনায় রেখেই সবার সহযোগিতা নিয়ে করোনা সমস্যা সমাধান করতে চাই। আমাদের শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টার বেচ প্রাইভেট পড়ানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। আশা করি সবাই এ আদেশ মেনে চলবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here