ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযান ৪ ডায়াগনষ্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

0
528
ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযান ৪ ডায়াগনষ্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি ডায়াগনষ্টিক সেন্টার থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনা করার মতো বিধি মোতাবেক প্রয়োজনীয় বৈধতা না থাকার কারনে অরবিট ডায়াগনষ্টিক সেন্টার থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ডায়াগনষ্টিক সেন্টারটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া জাবা ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেয়া হয়েছে। এক্স-রে রুম ও ল্যাবরেটরী চিকিৎসা শাস্ত্র মোতাবেক না হওয়ায় মডেল ডায়াগনষ্টিক সেন্টার থেকে ৪০ হাজার, নিউ পপুলার ডায়াগনষ্টিক সেন্টার থেকে ৩০ হাজার, ইউনিক ডায়াগনষ্টিক সেন্টার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। মেডিকেল প্র্যাকটিস এবং বে-সরকারী ক্লিনিক ও ল্যাবরটরীজ(নিয়ন্ত্রন) অধ্যাদেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অর্থদন্ড প্রদান করা হয়। এসময় কৈতক হাসপাতালের আরএমও ডাঃ মোজাহারুল ইসলামসহ থানা পুলিশ অভিযানের সাথে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here