খালেদার মুক্তির দাবিতে ‘স্বেচ্ছায় কারাবরণ’ করতে ‘প্রস্তুত’ সিলেট বিএনপি

0
467
খালেদার মুক্তির দাবিতে 'স্বেচ্ছায় কারাবরণ' করতে 'প্রস্তুত' সিলেট বিএনপি

খবর৭১ঃ কেউ দিলেন ঝাঁজালো বক্তব্য, কেউ বললেন ‘আর মিলাদ মাহফিল, মানববন্ধন এসব চাই না’। ঢাকায় কেন বৃহদাকারের আন্দোলন হয় না, প্রশ্ন ওঠলো সেটা নিয়েও।

সবমিলিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি বেশ উত্তপ্তই ছিল। শনিবার বিকালে নগরীর রেজিস্ট্রারি মাঠে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এ কর্মসূচিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কঠোর আন্দোলন করার দাবি জানান সিলেট বিএনপির নেতারা। দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, মানববন্ধনের মতো কর্মসূচি এক্ষেত্রে কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তারা। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে প্রয়োজনে সিলেট বিএনপির নেতাকর্মীরা ‘স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত’ বলেও মন্তব্য করেন বিএনপির এক নেতা।

বিক্ষোভ কর্মসূচিতে জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য আমরা গত দুই বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। সেই আন্দোলনে আমরা মিলাদ মাহফিল, মানববন্ধন, দোয়া মাহফিল, মাজার জিয়ারত এবং বিক্ষোভ কর্মসূচির মধ্যে আমরা ছিলাম। আজকে থেকে আমরা প্রমাণ করতে চাই, এখন থেকে মিলাদ মাহফিল, মানববন্ধন এইসবে আমরা আর নাই। আমরা আর মিলাদ মাহফিল, মানববন্ধনের আন্দোলন চাই না। ’এ সময় নেতাকমীরা ‘ঠিক’ বলে স্লোগান দেয়।

পাপলু বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করতে চাই না। আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। ’

এরপর মহানগর বিএনপির সহসভাপতি ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, ‘ঘরোয়া সভা-সমাবেশ করে খালেদা জিয়ার মুক্তি হবে না। কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে হবে। ’

মহানগর বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির শাহীন বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা মাঠের কর্মসূচি চাই। ’

কর্মসূচিতে ঝাঁজালো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ। তার বক্তব্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়।

আলী আহমদ বলেন, ‘সারাদেশে দলের কর্মসূচি পালন করা হলেও ঢাকায় কেন বৃহদাকারে কর্মসূচি হয় না। সারাদেশে কর্মসূচি পালন করে খালেদা জিয়ার মুক্তি হবে না, যদি ঢাকায় কোনো বৃহৎ আন্দোলন না হয়। ’

কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের দাবিদার যারা, তারা মাঠের আন্দোলন করে না। ঢাকা থেকে সিলেটে কেন্দ্রীয় নেতারা এলে আমরা তাদেরকে তোষামোদী করি। নেতাদের ঠেলায় আমরা তখন চেয়ারে বসার জায়গাও পাই না। ’

তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য এমন কর্মসূচি দেওয়া হোক, যাতে নেত্রীর মুক্তি হয়। নেত্রীর মুক্তির জন্য সিলেট বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত আছি। ’

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গফফার বলেন, ‘কর্মসূচি চাই বলতে বলতে আমরা হতাশ হয়ে যাচ্ছি। কেন্দ্র এখনও কর্মসূচির ডাক দিচ্ছে না কেন। ’

মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেন, ‘নেতাকর্মীরা এখন অসহযোগ আন্দোলন চায়। এমন আন্দোলন কর্মসূচি হতে হবে, যার মাধ্যমে সরকারকে টেনেহিঁচড়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়া যায়। ’

নেতাদের এসব বক্তব্য শুনে নিজের বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আগামীতে নেত্রীর জামিন আবেদনের শুনানি হবে। নেত্রীর জামিন না হলে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে। ’

তিনি দলের যুবকদের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেন, ‘এখন আমার বয়স ৬৬ বছর। যুবকদের এখন আন্দোলন-সংগ্রামের সময়। কেন্দ্র যখন আন্দোলনের ডাক দেবে, যুবকরা যখন মাঠে নামবে, আমিও তাদের সাথে সেই আন্দোলনে শামিল হবো। এই বয়সেও আমি ঘরে বসে থাকবো না। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here