ছাতকে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ পথচারী, নারীসহ আহত ২৫

0
609
ছাতকে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ পথচারী, নারীসহ আহত ২৫

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দ’ুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পথচারী, নারীসহ ২৫ ব্যক্তি আহত হয়েছে। গতকাল রোববার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ক’টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় সিলেট-সুনামগঞ্জ ও ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগ নেতা রমজান, সেলিম, নাবিল ও মাছুমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগ কর্মী দুলন, আনোয়ার, জালাল, আল মুমিন, সোয়েব, পথচারী তেরাব আলী, আবুল খয়ের, আজাদ মিয়াসহ অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের ডালিম গ্রুপের জালাল সিদ্দিকী ও আল মুমিন এবং মঞ্জুর গ্রুপের তারেক আহমদ ও কুতুব উদ্দিনের মধ্যে কথা কাটা-কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রোববার দুপুরে ছাত্রলীগের উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দফায়-দফায় সংঘর্ষ চলাকালে একটি রেষ্টুরেন্টসহ কয়েকটি দোকান ভাংচুর করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এ ব্যাপারে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here