৩ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে গাড়ীতে পেট্রোল ভরাটে সার্ভিস চার্জ বন্ধ

0
682
গাড়ীতে পেট্রোল ভরাটে সার্ভিস চার্জ বন্ধ
ছবিঃ তিশা সেন সংযুক্ত আরব আমিরাত।

খবর৭১ঃ

তিশা সেন সংযুক্ত আরব আমিরাতঃ অ্যাডনোক আজ ঘোষণা দিয়েছে, মোটর চালকরা তাদের গাড়ীতে পেট্রোল ভরাট করলে পরিচারকদের যেই ১০ দিরহাম সার্ভিসের অর্থ প্রদান করতে হতো সেটা রবিবার, ৩ নভেম্বর থেকে আর প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন আরবি দৈনিক কাগজ আমিরাত আল ইয়োম।

অ্যাডনোক গত বছর এই পরিষেবাটি কার্যকর করেছিল, যার অনুসারে পাম্প পরিচারকরা যদি গাড়ীতে জ্বালানী ভরে দেয় তবে গাড়ি চালকদের একটি অতিরিক্ত ১০ দিরহাম দেয়া লাগতো। যারা নিজেরাই জ্বালানী পূরণ করতো নিয়েছিল তাদের এই ১০ দিরহাম চার্জ দেওয়া লাগতো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here