মার্কিন অভিযানে আইএস প্রধানকে হত্যা করা হয়েছেঃ ট্রাম্প

0
424
মার্কিন অভিযানে আইএস প্রধানকে হত্যা করা হয়েছে: ট্রাম্প

খবর৭১ঃ উত্তর-পশ্চিম সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) পলাতক নেতা মার্কিন সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

রোববার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিশেষ বাহিনীর হাতে একটি টানেলের শেষ প্রান্তে ধরা খাওয়ার পর আবু বকর আল-বাগদাদি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

২০১১ সালে জঙ্গিগোষ্ঠী তালেবানের প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার পর আইএসের শীর্ষ নেতা বাগদাদিকে হত্যার দাবি করল যুক্তরাষ্ট্র।

সকালের বিবৃতিতে ট্রাম্প বলেন, ইদলিব প্রদেশে দৌঁড়ে একটি টানেলের শেষ প্রান্তে গিয়ে বাগদাদি নিহত হয়েছেন।

আইএসের এই নেতা প্রথমবারের মতো আলোচনায় আসেন ২০১৪ সালে। ওই সময় তিনি সিরিয়া এবং ইরাকের বিস্তৃত কিছু অঞ্চল নিয়ে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেন। তখন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আইএসের হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়ার তিন সপ্তাহের মধ্যে বাগদাদিকে হত্যার দাবি করল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর সিরিয়ার উত্তরাঞ্চলীয় কুর্দি বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সৈন্য মোতায়েন করে তুরস্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here