ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক নারীর মৃত্যু

0
383
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক নারীর মৃত্যু

খবর৭১ঃ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর নাম ফারজানা (৪২)। গতকাল সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের জেনারেল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন ফারজানা। তাঁকে নিয়ে জুন-জুলাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে মারা গেলেন ছয়জন নারীসহ আটজন। এঁরা হলেন ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফেন্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪), গাজীপুরের রিতা (২৮) এবং সর্বশেষ ইস্কাটনের ফারজানা (৪২)।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবারই  হাসপাতালে ভর্তি হন ফারজানা। পরে তাঁকে আইসিইউতে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি।

এদিকে, সোমবার সকাল ১০টা পর্যন্ত ৫৯৩ জন ডেঙ্গু রোগী ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও সূত্র জানায়। সূত্র আরো জানায়, চলতি  বছরের জুলাই মাস পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন মোট দুই হাজার ১১ জন, এর মধ্যে কেবল জুলাই মাসেই ভর্তি হয়েছেন এক হাজার ৮৫৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here