ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে ৪০ শয্যাবিশিষ্ট সেল চালু করেছে বিএসএমএমইউ

0
379
ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে ৪০ শয্যাবিশিষ্ট সেল চালু করেছে বিএসএমএমইউ
বিএসএমএমইউ

খবর৭১ঃ

ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে ৪০ শয্যাবিশিষ্ট ডেঙ্গু সেল চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের নিচতলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসাসেবায় এ সেল চালু করা হয়।

ডেঙ্গু চিকিৎসাসেবা সেল উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন ও মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

৪০ শয্যার মধ্যে ২৫টি শয্যা কেবিন ব্লকে এবং অন্য শয্যাগুলো ডি ব্লকের মেডিসিন বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here