টয়লেটের দরজা ভেবে বিমানের ইমারজেন্সি দরজা খুললেন যাত্রী

0
342

খবর ৭১: যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দর থেকে করাচিগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি ফ্লাইটে টয়লেটের দরজা ভেবে ভুল করে বিমানের ইমারজেন্সি দরজা খুলে ফেলেন এক নারী যাত্রী। তার এমন ভুলে সাত ঘণ্টা পিছিয়ে যায় ফ্লাইটটি। গত শনিবার ম্যানচেস্টার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

পিআইএর মুখপাত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান এয়ারলাইনসের পিকে ৭০২ বিমান একটু পরেই ইসলামাবাদের দিকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এরই মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিতে বিমানের শৌচাগার খুঁজতে থাকেন ওই যাত্রী। কিন্তু এ জন্য বিমানবালাদের সাহায্য নেননি তিনি। একসময় ওই নারী টয়লেটের দরজা ভেবে ইমার্জেন্সি দরজা খুলে ফেলেন। তার এমন ভুলে সাত ঘণ্টা পিছিয়ে যায় ফ্লাইটটি।

এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পিআইএ প্রধান এয়ার মার্শাল আরশাদ মালিক। তদন্তের সময় ওই নারী যাত্রী স্বীকার করেন, তিনি টয়লেট ভেবে ইমার্জেন্সি দরজা খুলে ফেলেছিলেন।-সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here