সিরাজগঞ্জে ধানের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন

0
353

খবর ৭১ঃ সিরাজগঞ্জের তাড়াশে ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষকরা। আজ সকালে প্রেসক্লাবের সামনে ‘আমরাও আছি পাশে’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে উপজেলার আট ইউনিয়নের প্রান্তিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাব আলী কিরন, কমিউনিষ্ট পার্টির সভাপতি ইমান আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেলা কমিটির সদস্য গোলাম হাফেজ, বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মীর শহিদুল ইসলাম, আয়োজক সংগঠনের আহ্বায়ক গোলাম মোস্তফা, প্রবীন সাংবাদিক আবদুর রাজ্জাক রাজু, গাজী সাইদুর রহমান সাজু, নারী নেত্রী রোকসানা খাতুন ও কৃষক শাহ আলম প্রমূখ।

বক্তারা বলেন, কৃষকরা ধারদেনায় জড়িয়ে ধানের আবাদ করে উৎপাদন খরচও তুলতে পারছেন না। সরকারকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করে কৃষকের কান্না থামানোর অনুরোধ জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here