জুলাই থেকে চালু হতে যাচ্ছে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট

0
317

খবর৭১:২০১৯ সালের জুলাই মাসের ১ তারিখ থেকে চালু হচ্ছে ১০ বছর মেয়াদের ই-পাসপোর্ট তা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ১৮ মে সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক এক সম্মেলন কেন্দ্রে পাসপোর্ট অধিদফতর আয়োজিত ইফতার শেষে তিনি এ কথা জানান।

এর আগে, গত ১৬ মে ই-পাসপোর্টের কারিগরি সহায়তা কোম্পানি ভেরিডোস জিএমবিএইচ জার্মানির প্রতিনিধি এবং ই-পাসপোর্টের প্রকল্প পরিচালকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান। এ সময় আগামী জুলাই থেকে ই-পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

তিনি আরও জানান ‘ই-পাসপোর্ট প্রকল্পের বিষয়ে জার্মান প্রতিষ্ঠান আগামী ৩০ জুনের মধ্যে বাংলাদেশকে সবকিছু বুঝিয়ে দেবে। আমাদের সব প্রস্তুতি রয়েছে। ইনশাল্লাহ, আমরা আগামী জুলাই থেকে ই-পাসপোর্ট দেওয়া শুরু করব। সবাই অপেক্ষা করেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here