খেলতে গিয়ে পাহাড় ধসে প্রাণ গেল ২ রোহিঙ্গা শিশুর

0
340

খবর৭১ঃকক্সবাজারেরউখিয়ার জামতলী ক্যাম্পে খেলা করার সময় পাশ্ববর্তী পাহাড় ধসে ২ জন রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় পালংখালী ইউনিয়নের জামতলী ক্যাম্পের খেলার মাঠে পাহাড় ঘেষে খেলা করছিল ওই ক্যাম্পে ছৈয়দুল আমিনের শিশু ছেলে রুহান (৫) এবং আব্দু শুক্কুরের ছেলে সোহেল (৮)। এই মুহুর্তে হঠাৎ পাহাড় ধসে পড়লে মাঠি নিচে চাপা পড়ে এ দুই শিশু।

স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে উখিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই শিশুকে মৃত অবস্থায় মাটির নিচ থেকে উদ্ধার করে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটি নিচ থেকে দুইজন রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, খবর দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল উপস্থিত হয়ে ২ জন রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here