ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বিসিএস পরীক্ষা দেয়া হলো না হাজার পরীক্ষার্থীর

0
277

খবর৭১ঃঘূর্ণিঝড় ‘ফনি’র প্রভাবে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পারলেন না দেড় হাজার পরীক্ষার্থী।

ঘূর্ণিঝড় ‘ফনি’র প্রভাবে দ্বীপ জেলা ভোলায় দুই দফায় বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস বয়ে যাচ্ছে। বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল।

ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ-ফেরি বন্ধ থাকলেও অনেকেই লঞ্চঘাটে এসে ভিড় জমিয়েছেন। ভোলা-বরিশাল ও ভোলা-ঢাকা রুটে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ থাকায় শুক্রবার অনুষ্ঠিত এক হাজার ৫০০ জন বিসিএস প্রিলিমারি পরীক্ষার্থী আটকে পড়ে। এরা পরীক্ষায় অংশ নিতে পারেননি।

তবে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, তিনি আগের দিন সন্ধ্যায় ও শুক্রবার ভোরে দুটি ফেরি ছাড়ার ব্যবস্থা করেন। তাতে কিছু পরীক্ষার্থী পার হন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here