প্রধানমন্ত্রীর কাছে ফুটবলের রাজার চিঠি

0
749

খবর৭১ঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে চান ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। সে লক্ষ্যে ‘পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিস’ এর অংশ হিসেবে তিনি একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা করছেন।
আর এই টুর্নামেন্ট আয়োজনে পাশে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধির মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি চিঠি ও ভিডিও বার্তা পাঠিয়েছেন পেলে। ২৬ মার্চ নিজের ফাউন্ডেশনের প্রতিনিধির মাধ্যমে পাঠানো এক চিঠি ও ভিডিও বার্তায়, জলবায়ু সঙ্কট মোকাবেলায় বিশ্বনেতাদের এক করার পাশাপাশি, আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পেলে।
‘পেলে আর্থ কাপ’ নামে এই টুর্নামেন্ট বিশ্বের প্রায় সাড়ে তিনশো কোটি ফুটবলপ্রেমীকে এক করবে বলে আশা পেলের।


বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘আর্থ কাপ’ নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য কিংবদন্তী ফুটবলার পেলে। আর এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here