রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ৩, আহত অনেকে

0
364

খবর৭১ঃ রাজধানী জুড়ে তাণ্ডব চালিয়ে গেল কাল বৈশেখী ঝড়।বৈশাখ আসার আগেই রাজধানীতে মৌসুমের প্রথম কালবৈশাখীতে আজ রোববার সন্ধ্যায় তিন জন নিহত হয়েছেন।ঝড়ের সময় পুরানা পল্টন ও পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ভবন থেকে ইট পড়ে দুজন নিহত হন। পল্টনে যিনি মারা যান তার নাম মো. হানিফ। তিনি পেশায় চায়ের দোকানদার। পশ্চিম শেওড়াপাড়ায় নিহত ব্যক্তিটি পিকআপ ভ্যানের চালক। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আর ঝড়ের পর সংসদ ভবন এলাকায় হাঁটতে বেরিয়ে গাছের ডালে চাপা পড়ে মারা যান এক নারী।

রাজধানীর রমনা এলাকার এক পথচারী জানান, রমনা পার্কের রাস্তায় হঠাৎ ঝড়ে দুটি প্রাইভেট কার ও দুটি সিএনজির ওপরে গাছ ভেঙে পড়েছে। তবে সেখানে কোনো প্রানহানি হয়নি।

হঠাৎ এ ঝড়ে চরম ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। ধুলোঝড়ে অন্ধকারে ঢেকে যায় রাজধানী। আকস্মিক এ ঝড়ের বেগ ছিল প্রচণ্ড। কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ যোগাযোগ। পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here