শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ রোহিঙ্গা আটক

0
368

খবর৭১ঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ রোহিঙ্গা যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)।

রবিবার (৩১ মার্চ) দুপুরে বিমানবন্দরের বহিরাগমন টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গা যাত্রীরা হলেন- আনোয়ার (৩০), রোকেয়া (১৯), মরিজান (২৩) এবং আমেনা বেগম (২৬)।

বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন শিমুল।

আলমগীর হোসেন জানান, সকালে ইন্দোনেশিয়া যাবার উদ্দেশে বিমানবন্দরে আসে ৩ নারীসহ এই ৪ রোহিঙ্গা। তাদের দুপুর ১২টা ১৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারযোগে (এম এইচ ১০৩) মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় দেখা যায় তারা সবাই বাংলাদেশি পাসপোর্ট বহন করছিলেন। পরে তাদের আটক করা হয়।

তারা সবাই আরাকানের মংডু এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here