গণতন্ত্র ফিরে আনতে রাস্তায় নামা ছাড়া দ্বিতীয় পথ নেই’

0
295

খবর৭১ঃ গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে রাস্তায় নামা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই, কারণ আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আর এই গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমাদের রাস্তায় নামতে হবে। কারণ এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই।’

রবিবার(৩১ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় ওলামা দলের সদ্য প্রয়াত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল মালেক এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আলহাজ মো. মোয়াজ্জেম হোসেনের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘আমি দৃঢ়ভাবে এ কথা বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোট আগামী দিনে এই সরকারকে বিদায় ঘটানোর জন্য যা যা করার দরকার তার সবকিছুই করবে।

সভায় বিএনপির এই নেতা বলেন, ‘ আপনারা যাদের জন্য এখানে এসেছেন তারা সংগ্রামী মানুষ। তারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। এই জালিম সরকারের পতন চেয়েছেন, সত্য প্রতিষ্ঠার জন্য আজন্ম লড়াই করে গেছেন। বেগম জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের সঙ্গে তারা ছিলেন। শুধু তাই নয় তারা শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে এই সভা ও দোয়া মাহফিলে আপনাদেরকে আমি শুধু এইটুকু অনুরোধ করবো আসুন আমরা মালেক ভাই এবং মোয়াজ্জেম ভাইয়ের স্বপ্নকে স্বার্থক করার জন্য, বেগম জিয়ার মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নেমে আসে আসি। কারণ এই জালিম সরকারের হাত থেকে রেহাই পেতে হলে রাস্তায় নামা ছাড়া আর কোন পথ নেই।’

মাওলানা আব্দুল মালেক ও মোয়োজ্জেম হোসেনের স্মতিস্মারণ করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন,‘এত তাড়াতাড়ি মালেক ভাই চলে যাবেন এটা আমরা বুঝতে পারি নাই। মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে যায় আবার ফিরে আসে কিন্তু মালেক ভাই আমাদের মাঝে আর ফিরে আসেননি। আল্লাহর হুকুমে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন। মোয়াজ্জেম ভাই ভালো একজন মানুষ ছিলেন, আমি তাকে বহু আগে থেকে চিনি আল্লাহ তায়ালার কাছে তার জন্যও দোয়া করি।’

ওলামা দলের সাধারণ প্রিন্সিপাল মাওলানা নেছারুল হকের সভাপতিপত্বে শোক ও আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here