‘রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে’

0
541

খবর৭১ঃ সেনা নিপীড়নের মুখে দেড় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন গণহত্যা প্রতিরোধে জাতিসংঘের বিশেষ উপদেষ্টা অ্যাডামা ডিয়েং।

রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ ইনস্টিটউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘বাংলাদেশে গণহত্যা: ১৯৭১’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বিস।

সেমিনারে অ্যাডামা ডিয়েং বলেন, ‘দুদেশের চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার প্রতিশ্রুতিবদ্ধ। সেক্ষেত্রে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য পরিবেশ কতটা নিরাপদ তা-ও মাথায় রাখতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে জাতিসংঘের এই বিশেষ উপদেষ্টা বলেন, ‘ইতিহাসের বিভিন্ন পর্বে বিশ্বের বিভিন্ন জায়গায় গণহত্যা হয়েছে। আর্মেনিয়া, বাংলাদেশ, রুয়ান্ডার গণহত্যা সবচেয়ে বেশি লোমহর্ষক। কোনও গণহত্যাই রাতারাতি সংঘটিত হয় না, এর পেছনে দীর্ঘ পরিকল্পনা থাকে।’

বাংলাদেশসহ বিশ্বজুড়ে সংঘটিত সকল গণহত্যার মূল কারণ খুঁজে বের করে শুরুতেই এর প্রতিরোধ করা জরুরি বলেও উল্লেখ করেন ডিয়েং।

তিনি বলেন, ‘১৯৭১ সালে গণহত্যার বিষয়টি বাংলাদেশ জাতিসংঘের ফোরামে তুলে ধরতে পারে। গণহত্যার স্বীকৃতির বিষয়টি আমার এখতিয়ারের মধ্যে নয়। গণহত্যা প্রতিরোধের লক্ষ্যেই আমি কাজ করছি।’

সেমিনারে আরও বক্তব্য রাখেন- পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের উপদেষ্টা বোর্ডের সদস্য মফিদুল হক, বিস চেয়ারম্যান মুন্সী ফায়েজ আহমদ, বিস মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here