সড়ক নিরাপদ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা কেনো বাস্তবায়ন হয়নি, জানতে চাই

0
333

খবর৭১ঃ নিরাপদ সড়কের দাবির সাথে একমত পোষণ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘সড়ক নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ব্যর্থতার দায় দেশবাসী বা সরকার দেখতে চায় না। দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের এর জন্য দায় নিতে হবে। সড়ক নিরাপদ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কেনো বাস্তবায়ন হয়নি, জানতে চাই।’

বৃহস্পতিবার (২১মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাংলাদেশ তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘নিরাপদ সড়কের বাস্তবায়নের কোন অজুহাত দেখতে চাই না। সড়ক মন্ত্রণালয়ের দায় আমরা নিতে চাই না। আমরাও নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়কের দাবির সঙ্গে আমরা একমত। সড়ক নিরাপদ করতে যে সকল আইন রয়েছে, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয়কে কাজ করতে হবে।’

বিএনপির রাজনীতি করার কোনো ইস্যু নেই মন্তব্য করে তিনি বলেন, ‘দলটি এখন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। খালেদার চিকিৎসার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। চিকিৎসা নাটক করছে। তারা নিজেরা কিছু করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। দলটি অন্যের কাঁধে ভর করে রাজনীতি করছে। কেউ কিছু করলে সহমত প্রকাশ করে বিএনপি। এর আগে ছাত্রদের আন্দোলন, ডাকসু আন্দোলন সকল ক্ষেত্রে তারা আছে; বিএনপি নিজের কিছু করার ক্ষমতা নেই, অন্যের ওপর কাঁধে ভর দিয়ে সরকার পতনের আন্দোলন করতে চায়।’

হানিফ বলেন, ‘নিরাপদ সড়কের আন্দোলনের ওপর ভর করলেই সরকারের পতনে রাস্তা নেমেছিল। বিএনপি নেতাদের বলি, লন্ডন থেকে বসে ইস্যু খুঁজে লাভ নেই।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা ঢাকায় এসে রিকসা চালায় দেখে ফখরুলের মায়া কান্না হয়। তারা মানবতার কথা বলে। ২০০১ সালে ক্ষমতা এসে ২৬ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে। ১০ হাজার মা-বোনকে নির্যাতন করেছে। তখন তাদের আবেগ ও মানবতা কথায় ছিলো।’

বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও সংগঠনের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথসহ অন্যান্যরা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here