নড়াইলে উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করলে কঠোর হস্তে দমন করা হবে: পুলিশ সুপার জসিম উদ্দিন!!

0
290

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: ১৯৭১ নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করে কেউ গায়ের জোরে ব্যালটে হাত কিংবা সিল মারতে চাইলে সঙ্গে সঙ্গে গুলি করা হবে বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পি পি এম (বার),। তিনি বলেন, নড়াইলে উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে। কোনো ধরনের অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না। সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে ভোট গ্রহণের জন্য পুরো নড়াইলে জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। দুর্বৃত্তরা শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করে নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইলে তাদের হাত গুঁড়িয়ে দেয়া হবে। এসব কথা বলেন নড়াইলের পুলিশ সুপার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পি পি এম (বার),। নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সর্বোচ্চ গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ করার জন্য পুলিশ, বিজিবি, র্যাব ও সিভিল প্রশাসনসহ সমস্ত প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উপজেলায় নিরাপত্তা ব্যবস্থায় কেউ বিঘ্ন ঘটাতে চাইলে দাঁতভাঙা জবাব দেয়ার হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। এই সময়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান,। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ,মো: ইমরান হোসেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here