বদলে যেতে পারে টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের নিয়ম

0
286

খবর৭১ঃ বদলে যেতে পারে টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের নিয়ম। ১৮৭৭ সালের প্রথম টেস্ট ম্যাচে নাম-নম্বরহীন সাদা পোশাকে মাঠে নামে ক্রিকেটাররা। কিন্তু সেই রীতিই এবার পাল্টে দিতে যাচ্ছে ক্রিকেটিয় ঐতিহ্য অ্যাশেজ।

আগামী ১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজ।

আর এতেই ইতিহাসে প্রথমবারের মতো নাম ও নম্বর সম্বলিত জার্সি পরে খেলতে নামতে পারেন দুই দলের ক্রিকেটাররা।
অন্যদিকে, এ টেস্ট সিরিজ দিয়েই প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে আইসিসির নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এখান থেকে বেঁছে নেওয়া হবে সেরা নয়টি দল।

আর এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পরবর্তী দুই বছর পয়েন্টের জন্য লড়াই করবে দলগুলো।
এমন সিদ্ধান্তে অবশ্য ক্রিকেটারদের সমর্থনও পাচ্ছে দুই বোর্ড। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দর্শকদের খেলোয়াড় চিনতে সুবিধা হবে। বিশেষ করে যাদের খুব বেশি দেখেনি তারা। পাশাপাশি ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করার ক্ষেত্রেও সুবিধা হবে চ্যানেলগুলোর। এটি সমর্থকদের সাহায্য করলে অবশ্যই ভালো কিছু হবে।

যদিও আইসিসি এখনও এই সিদ্ধান্তের পক্ষে তাদের মত দেয়নি।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here