সিলেটে ভোটগ্রহণ শুরু হলেও নেই ভোটার উপস্থিতি!

0
323

খবর৭১ঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট ও মৌলভিবাজারসহ ১১৬টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। সিলেট জেলা ও মৌলভিবাজার জেলার ১৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলাগুলো হলো জেলার সিলেট সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার, মৌলভীবাজার সদর, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি খুব কম। ভোটগ্রহণের ১৫ মিনিট পার হলেও অনেক কেন্দ্রে একজনও ভোটারেরও দেখা মেলেনি।
তবে একটু পর ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here