ছাতকে নৈশ প্রহরী কাম দপ্তরী পদে নিয়োগ পেল ৫৫ বছর বয়সী ব্যক্তি

0
387

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ৫৫ বছর বয়সী ব্যক্তিকে নৈশ প্রহরী কাম দপ্তরী পদে নিয়োগ দেয়ার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। শুধু বয়স গোপন করে নয়-নিজের নাম ও ঠিকানা গোপন রেখে ছোট ভাইয়ের নাম ব্যবহার করে নিয়োগ নিয়েছে ফরিদ আহমদ নামের এক ব্যক্তি। সে নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরী পদে নিয়োগ পরীক্ষা উত্তির্ন হয়েছে। সে তার নাম গোপন করে সৈয়দ আহমদের নাম ব্যবহার করে এ পদে নিয়োগের জন্য আবেদন করেছে। এ ব্যাপারে একই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের বাসিন্দা অত্র বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরী পদে নিয়োগ প্রত্যাশী মাসুম মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন দিয়ছেন। অভিযোগ থেকে জানা যায়, কাড়ইলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরী পদে নিয়োগ পরীক্ষায় চুড়ান্ত হওয়া সৈয়দ আহমদ ওরফে ফরিদ আহমদ ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তার ভোটার নং-৪৬৫, ভোটার তালিকা নং ৯০২১০০০০০৩৩ ও জন্ম তারিখ ১ মার্চ ১৯৬৪ইং। ভোটার তালিকা অনুযায়ী তার বর্তমান বয়স প্রায় ৫৫ বছর। সরকারী চাকুরী নিয়োগের ক্ষেত্রে সর্ব্বোচ্চ বয়স ৩০ হলেও নৈশ প্রহরী কাম দপ্তরী পদে নিয়োগ চুড়ান্ত ব্যক্তি সৈয়দ আহমদের বয়স প্রায় ৫০ বছর। যা সরকারী নিয়োগের ক্ষেত্রে বিধিমালা পরিপন্থি। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানিয়েছেন এ পদে নিয়োগ মাসুম আহমদ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here