হিলি স্থলবন্দর দুইদিন বন্ধ

0
411

খবর৭১ঃ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই দিন পণ্য আমদানি-রফতানি হবে না। তবে হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, রবিবার ( ১৭ মার্চ) জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হচ্ছে।

আগামীকাল সোমবার হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই দিন সরকারি ছুটি রয়েছে। তাই বঙ্গবন্ধুর জন্মদিন ও নির্বাচন উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীরা পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে। তবে মঙ্গলবার (১৯ মার্চ) থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম আবারও শুরু হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here