সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সুভার তৎপরতায় বাল্য বিয়ে পন্ড বরের কারাদন্ড

0
464

মিজানুর রহমান মিলন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের (সুভা) তৎপরতায় বাল্য বিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় বাল্য বিয়ে জেনেও বিয়ে করতে আসায় আদালত বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। এছাড়াও প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য সর্তক করা হয়েছে কনের পরিবারকে। গত শুক্রবার রাতে বাল্য বিয়ে পন্ডের ঘটনা ঘটে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আবাসন এলাকায়। দন্ডপ্রাপ্ত বরকে গতকাল (শনিবার) নীলফামারী জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
সূত্র জানায়, উপজেলার ১ নম্বর কামারপুকুর এলাকার আবাসন কলোনীর দিনমজুর রফিকের মেয়ে সীমা আকতারের (১৭) সঙ্গে একই উপজেলার বাঙ্গালীপুর ইউপি’র লক্ষণপুর সুলেমানপাড়ার মো. জহির উদ্দিনের ছেলে আকরামের (২০) বিয়ে দিনক্ষণ ঠিক হয়। গত শুক্রবার রাতে অনুষ্ঠিত বিয়েতে কনের পরিবার বিয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে। এরই মধ্যে রাতেই চলে আসে বিয়ের বরযাত্রী। এ অবস্থায় ওই বাল্য বিয়ের আয়োজনের ঘটনাটি অল্প সময়ে পৌঁছে যায় সৈয়দপুর সুভার সদস্যদের কাছে। তারা খোঁজ খবর নিয়ে বাল্য বিয়ের বিষয়টি নিশ্চিত হয়। এরপর তারা বাল্য বিয়ের আয়োজনের ওই খবরটি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. গোলাম কিবরিয়া ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারকে জানান। খবর পেয়ে ইউএনও ওই বাল্য বিয়ের বিষয়ে খোঁজখবর নিতে সংশ্লিষ্ট কামারপুকুর ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। তিনিও ওই বাল্য বিয়ের সত্যতা পান। এ সময় বিয়ের আসর থেকে বর আকরামকে গ্রাম পুলিশ দিয়ে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। বাল্য বিয়ের করতে আসার অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইনে বর আকরামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম গোলাম কিবরিয়া। এ সময় ভ্রাম্যমান আদালত বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে মেয়ের পরিবারকে সর্তক করেন।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here