সাতক্ষীরায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা

0
335

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় উপজেলা পর্যায়ের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা ১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে তালা বি,দে সরকারী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উপজেলার মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কলেজের মেধাবী শিক্ষার্থীরা তিনটি গ্রুপে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান,গনিত ও কম্পিউটার,বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযোদ্ধা এই চারটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান,উপজেলা একাডেমী সুপার ভাইজার প্রভাষ কুমার দাস,বি,দে সরকারী হাইস্কলের প্রধান শিক্ষক খালেকুজ্জামনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা,শিক্ষক ও বিচারক মন্ডলী উপস্থিত ছিলেন।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের বিচারক মন্ডলী দ্বারা পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

এদের মধ্যে ১২জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here