নিউজিল্যান্ডে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

0
289

খবর৭১ঃ নিউজিল্যান্ডে ক্রিস্টচার্চের মস‌জি‌দে হামলার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেচে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নসূচক মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ইতিপূর্বে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অস্ট্রেলিয়ার নানা মন্তব্যের উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আপনারা জানেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আমাদের দেশে আসার আগে আমাদের নিরাপত্তা নিয়ে নানা কথা বলেছিল। আমরা তাদেরকে বলেছিলাম তারা পূর্ণ নিরাপদে থাকবে যেমন ভাবে আমাদের ভিআইপিরা থাকবে, সেইরকম ভাবেই থাকবে। এবং আমরা সেটা করেছি। সেই দেশ কেন সেটা করেনি সেইটা তাদের ব্যাপার, আমরা সেইটা জানি না।’

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেইখানে কারা কারা গুলিবিদ্ধ হয়েছেন তা আমরা জানি এবং আমরা আরও জানতে চেষ্টা করবো। এবং আমাদের ক্রিকেট টিম সিদ্ধান্ত নিচ্ছেন তারা চলে আসবেন।’

ক্রিস্টচার্চের মস‌জি‌দে যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এই বর্বরচিত ঘটনা নিন্দনীয় এবং বিশ্ববাসী কেউ এই ঘটনা প্রত্যাশা করে না।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here