নান্দাইলের পল্লীতে কালো মুখো হনুমান আটক

0
335

এবি সিদ্দিক খসরু নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও (চারকান্দা) গ্রামে গত কয়েকদিন ধরে কালো মুখো লম্বা লেজের একটি হনুমানকে গাছে গাছে ঘুরতে দেখা গেছে। এক পর্যায়ে একই গ্রামের উৎসাহী যুবক আব্দুল খালেক আকন্দের পুত্র মো. আল আমিন সুকৌশলে হনুমানটিকে আটক করে গলায় লোহার শিকল বেধে নিজ বাড়িতে রেখে দেয়। হনুমান আটকের খবর পেয়ে এলাকার আবাল বৃদ্ধ বনিতা তার বাড়িতে হনুমানটিকে দেখার জন্য ভিড় জমাচ্ছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমামকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে তিনি শনিবার বন বিভাগের লোক পাঠিয়ে হনুমানটিকে উদ্ধার করার ব্যবস্থা গ্রহন করেন। নান্দাইল বন বিভাগ কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, মধুপুর বনাঞ্চল থেকে কলা বোঝাই ট্রাকের উপর উঠে কলা খেতে খেতে হনুমানটি সম্ভবত নান্দাইলে চলে আসে। রোববার হনুমানটিকে মধুপুর বনবিভাগের বনাঞ্চলে উম্মুক্ত করার জন্য পাঠানো হয়েছে। এলাকাবাসী জানায় পাশের গ্রামের লোকজন আরও দুটি হনুমানকে খাদ্যের সাথে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলেছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here