লালমনিরহাটে পুকুর খনন করার সময় মর্টার সেল উদ্ধার

0
341

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামে পুকুর খনন করতে গিয়ে মর্টার শেল উদ্ধার। সোমবার (৪ মার্চ) সন্ধায় মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে হাতিবান্ধা থানা পুলিশ।
উপজেলার সারডুবি গ্রামের মফিদুল ইসলাম মুক্তার বাড়ির পাশে বাঁশঝাড়ে পুকুর খনন করতে গিয়ে এ মর্টার শেলটি মাটির নিচে পাওয়া যায়।
পুলিশ জানান, উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের মফিদুল ইসলাম মুক্তার বাড়ির পাশে বাঁশঝাড়ে স্থানীয় লোকজন পুকুর খনন করার সময় মর্টার শেল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মর্টার শেল ৯ ইঞ্চি লম্বা। শেলটি থানার তত্বাবধানে নিরাপদ হেফাজতে সংরক্ষণ করে রাখা হয়েছে। ধারনা করা হচ্ছে মর্টার সেলটি ১৯৭১ সালের।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উর্দ্ধোতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here