শার্শা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচিত হতে যাচ্ছে ৩ প্রার্থী

0
461

খবর৭১:জাহিরুল ইসলাম মিলন, যশোর জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান।

অন্যকোন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেয়ায় নির্বাচিত হতে চলেছেন বর্তমান চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান।

সোমবার সকালে এই ৩ জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিসারের কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান শার্শা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে বর্তমান মহিলা ভাইস চেয়রম্যান আলেয়া ফেরদৌস মনোনয়ন জমা দিয়েছে।

৩ টি পদে প্রতিদ্বন্দ্বী কোনও প্রার্থী না থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ হলেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

শার্শা উপজেলার রিটার্নিং অফিসার পুলক কুমার মন্ডল জানান, নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের বুধবার মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হবে, সেখানে তাদের মনোনয়নপত্র বৈধ হলেই ওই দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here