নান্দাইল রোড উচ্চ ও সঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এমপি তুহিন

0
251

খবর৭১:নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা বিপুল উৎসাহ উদ্দীপানা ও আনন্দঘন পরিবেশে শনিবার (২রা মার্চ) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগীতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। এসময় বিশেষ অতিথি হিসাবে নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা, গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, বিদ্যালয়ের দাতা সদস্য মো. রফিকুল ইসলাম রফিক, গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আতাউল করিম বাবুল, উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাবেক সহ-সভাপতি এবি সিদ্দিক খসরু, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভূইয়া, গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী এটিএম আবু তাহের মঞ্জু সহ এলাকার সর্বস্তরের অভিভাবক, সাংবাদিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকল অতিথিদের ফুলের স্টিক, ব্যাজ ও লাল-সবুজের উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম বাবুল ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আঞ্জু সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় ছাত্রছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে দেখে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করে করতালি প্রদান করেন। প্রধান অতিথি সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন বিদ্যালয়টিকে কলেজে উন্নীতকরন সহ বিদ্যালয়ের ভবন বর্ধিত করন ও বিদ্যালয়ের পিছনের গর্ত ভরাটের ঘোষণা প্রদান করেন। দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগীতার সার্বিক তত্বাবধান করেন সহকারী প্রধান শিক্ষক শফিক সিদ্দিকী, ক্রীড়া শিক্ষক মুজিবুর রহমান, তৌফিকুল ইসলাম রতন, শিক্ষিকা আলফা হাসিনা লাকী, সিনিয়র শিক্ষিকা জেবুন্নেছা দীপ্তি, শাপলা আক্তার, ফয়জুন্নেসা রেবা, শফিকুল ইসলাম রিপন (ক্রীড়া শিক্ষক) প্রমুখ শিক্ষকবৃন্দ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. ইকবাল, মতিউর রহমান আকন্দ, সুজন কুমার রায়, সাইফুল ইসলাম, আব্দুল ওয়াদুদ ভুইয়া, মোহাম্মদ আলী (ফুলপুর), গিয়াস উদ্দিন (ময়মনসিংহ) সদর উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের উপস্থাপনা করেন মোহনা টেলিভিশনের নান্দাইল প্রতিনিধি আবুল হাসেম ও সাংবাদিক এহেতাশামুল হক শাহীন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here