ভারতীয় মিডিয়া ‘অতিরিক্ত রঙ’ মেখে খবর প্রচার করে: অভিনন্দন

0
313

খবর৭১ঃ চরম উত্তেজনার মধ্যেই আটকের একদিন পরেই ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে হস্তান্তর করেছে পাকিস্তান। শুক্রবার (১ মার্চ) রাতে পাকিস্তানের ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাইলটকে হস্তান্তর করা হয়।

পাকিস্তান কর্তৃপক্ষ অভিনন্দনকে হস্তান্তরের আগে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে পাইলট অভিনন্দন তাকে আটক ও নিজ দেশের মিডিয়া নিয়ে মন্তব্য করেন।

অভিনন্দন বলেছেন, ভারতীয় গণমাধ্যম সবসময় অতিরিক্ত রঙ মেখে খবর প্রচার করে। তারা তুচ্ছ বিয়ষকেও মারাত্মক হিংসাত্মকভাবে বর্ণনা করে। এভাবে সাধারণ মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাওয়া হচ্ছে।

ভিডিওতে ভারতীয় এই উইং কমান্ডার বলেন, ‘আমি ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন। আমি ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমানের পাইলট। আমি একটি লক্ষ্যবস্তু খুঁজতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছিলাম। কিন্তু পাকিস্তানি বিমানবাহিনীর গুলিতে আমার বিমান ভূপাতিত করা হয়েছে।’

‘ক্ষতিগ্রস্ত বিমান থেকে আমি বের হয়ে আসতে পেরেছিলাম। যখন আমি বিমান থেকে বের হই এবং প্যারস্যুট দিয়ে মাটিতে নামি। তখন আমার হাতে একটি পিস্তল ছিল। সেখানে অনেক লোক জড়ো ছিল। নিজেকে বাঁচাতে কেবল একটি উপায় ছিল আমার। আমি পিস্তুল ফেলে রেখে দৌঁড়ে পালাতে চেষ্টা করি।’

‘লোকজন আমাকে তাড়া করেন। তারা খুবই আবেগ আপ্লুত ছিলেন। তখন পাকিস্তানি সেনাবাহিনীর দুই কর্মকর্তা এসে আমাকে রক্ষা করেন। পাকিস্তানি আর্মি ক্যাপ্টেনরা আমাকে রক্ষা করেন এবং আমার আর কোনো ক্ষতি হতে দেয়নি। এরপর তারা আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠান। হাসপাতালে আরও কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। তারা আমাকে আরও সহায়তা করেন।’

৩৫ বছর বয়সী এই ভারতীয় পাইলট বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনী খুবই পেশাদার। তাদের মধ্যে আমি শান্তি দেখেছি। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে আমি সময় কাটিয়েছি। তারা আমাকে অভিভূত করেছে। উত্তেজিত জনতার হাত থেকে পাকিস্তানি সেনারা আমাকে রক্ষা করেছেন। তারা খুবই পেশাদার ও তাদের আচরণে আমি অভিভূত।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here