কের চরমহল্লা ইউনিয়নে কাপ-পিরিচের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা

0
246

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকের চরমহল্লা ইউনিয়নের জালালীচর, চানপুর ও টেটিয়ারচর বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুলের কাপ-পিরিচের সমর্থনে পৃথক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণ সংযোগের পাশাপাশি এসব নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, বিগত উপজেলা নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে চরমহল্লা ইউনিয়নের মানুষের উল্লেখযোগ্য অবদান আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে রেখেছে। আমি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে এ ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। অতীতে আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম, এখানো আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি বলেন, বিগত ৫ বছরে এ উপজেলায় শিক্ষাক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। খেলাধুলা ও সাংষ্কৃতিক অঙ্গনে তিনি অবদান রাখার চেষ্টা করেছেন। ধর্মীয় ক্ষেত্রেও সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। অপরাধ কর্মকান্ড প্রতিরোধে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করেছেন। শিক্ষা ও পরিবার পরিকল্পনায় জেলা ও বিভাগের মধ্যে ছাতক উপজেলাকে শ্রেষ্টত্বের আসনে বসিয়েছেন তিনি। তার মেয়াদ কালেই ছাতক উপজেলাকে বিভাগের মধ্যে প্রথম বাল্যবিবাহ মুক্ত ও স্কাাউট উপজেলা ঘোষনা করতে সক্ষম হয়েছেন। আগামী ১০ মার্চ উপজেলা নির্বাচনে তার প্রতীক কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে তাকে পূনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে ছাতক উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল। সকাল থেকে ইউনিয়নের আশাকাচর, জালালীচর এলাকায় গন সংযোগ ও মতমিনিময় শেষে দুপুরে চরমহল্লা-টেটিয়ারচর বাজারে জমির আলীর সভাপতিত্বে ও বিকেলে চানপুর বাজারে রইছ আলীর সভাপতিত্বে পৃথক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় বক্তব্য রাখেন, লিলু মিয়া, জনি মিয়া, পংকজ দত্ত, কমর আলী, হুশিয়ার আলী, শফি আহমদ, মোজাম্মিল আলী, খোয়াজ আলী, মোজাহিদ আলী, মোকারম হোসেন, ছমরু মিয়া, সানি আহমদ, সেলিম উদ্দিন, মুর্শেদ আহমদ, ইয়াসিন আলী, আখলুছ মিয়া, মতিউর রহমান, রুহুল আমিন প্রমুখ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here