সৈয়দপুর জাতীয় ভোটার দিবস পালিত

0
346

মিজানুর রহমান মিলন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
এবারই প্রথম ১ মার্চ (শুক্রবার) সারাদেশে মতো নীলফামারীর সৈয়দপুরেও জাতীয় ভোটার দিবস – ২০১৯ পালিত হয়েছে। “ভোটার হব, ভোট দিব” শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সকাল ১০ টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাটি উপজেলা পরিষদ সড়ক, বিমানবন্দর সড়কসহ অন্যান্য প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সৈয়দপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে শোভাযাত্রায় নীলফামারী জেলা নির্বাচন অফিসার মো. ফজলুল করিম , সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান আসাদ, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জাহান পাশা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মাহবুব মোর্শেদ, উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here